দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক শহিদুল ইসলাম সোহাগ (৩৫) এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ছাত্রদলের ক্যাডার ও কিশোর গ্যাং এর সদস্য বিজয় হোসেন (২৩) নামে একজনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
বুধরার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিজয় উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর পূর্বপাড়া গ্রামের লালু হোসেনের ছেলে।
উল্লেখ্য গত ৫ নভেম্বর রাত দেড়টার দিকে তিনি উপজেলা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে গ্রীলের তালা খোলার সময় ৩ টা মোটর সাইকেল যোগে হেলমেট পরা ৮/৯ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বলতে থাকে শালা খুব বেড়ে গেছিস।
সন্ত্রাসীদের হামলার সময় চিৎকার চেচামেচির ফলে, প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত মোটর সাইকেলে যোগে পালিয়ে যায়। এরপর তার স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিক সোহাগের ওপরে হামলার ঘটনায় বিজয় নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ ফেব্রুয়ারী ২০২৪

Discussion about this post