কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তায় অর্ধেক ভূর্তকি মূল্যে একটি কম্বাইন্ড হার্ভেস্টর, দুইটি মাড়াই যন্ত্র ও একটি রিপার মেশিন এবং চার হাজার ৬৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কৃষিযন্ত্র ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন য্বুলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলম সিদ্দিকী সহ প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সুত্রে জানা গেছে, পঁচিশ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের একটি কম্বাইন্ড হার্ভেস্টর যন্ত্র সরকারি অর্ধেক ভূর্তকিতে মাত্র বারো লক্ষ ৫০ হাজার টাকায় একজন কৃষককে প্রদান করা হয়। দুইজন কৃষককে দুইটি মাড়াই যন্ত্র ও একজন কৃষককে একটি রিপার মেশিন প্রদান করা হয়। আরো জানা গেছে চার হাজার ৬৭০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তন্মধ্যে এক হাজার ৪০ জনকে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এক হাজার জন কৃষককে দুই কেজি করে ভূট্টার বীজ, ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি সার প্রদান করা হয়। ১৫০ জন কৃষককে এক কেজি করে সূর্যমুখী বীজ, ডিএপি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়। এক হাজার জন কৃষককে এক কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। ১০ জন কৃষককে এক কেজি করে চিনাবাদাম বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। ৩৫০ জনকে এক কেজি করে পিঁয়াজের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। ১৫০ জনকে মুগ ডালের বীজ প্রদান করা হয়। ৮৮০ জন কৃষককে পাঁচ কেজি করে মসুর ডালের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। একশ জন কৃষককে ৫ কেজি করে খেসারীর বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

Discussion about this post