নিজস্ব প্রতিবেদক:
দি ইনস্টিটিউট অব কষ্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান পদে কে. এম. নিয়ামুল হক এফসিএমএ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান জনাব আজিজুর রহমান এসিএমএ, সেক্রেটারি জনাব মো. হাবিবুর রহমান শেখ এফসিএমএ ও ট্রেজারার পদে জনাব মো. মমিনুর ইসলাম এসিএমএ নির্বাচিত হন।
বৃহস্পতিবার খুলনার সিএমএ ভবনে অনুষ্ঠিত খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের এক সভায় তাদেরকে ২০২৪ সালের জন্য নির্বাচিত করা হয়। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান জনাব মো. আরিফুর রহমান এফসিএমএ।
নতুন চেয়ারম্যান কে. এম. নিয়ামুল হক বর্তমানে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের গ্রিড সার্কেল খুলনার হেড অব অ্যাকাউন্টস (হিসাব প্রধান) পদে কর্মরত আছেন।
ভাইস চেয়ারম্যান আজিজুর ইষ্টার্ন ব্যাংক লিমিটেডের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।
সেক্রেটারি হাবিবুর রহমান শেখ আনসার-ভিডিপি উন্নয়ণ ব্যাংকের হেড অব রিজনাল অডিট পদে কর্মরত আছেন।
ট্রেজারার মমিনুর ইসলাম ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি ম্যানেজার, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স পদে কর্মরত আছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post