প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকসহ অবাইদুল ইসলাম (৩০) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (৪ মার্চ) মধ্যরাতে উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ অবাইদুল ইসলাম নামের মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অবাইদুল ইসলাম ওই গ্রামের মৃত বুদু মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরর্ যাব-১৩। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ মার্চ) মধ্যরাতে উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের অবাইদুল ইসলামের বাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় বাড়ীর ভেতরে বিশেষ কায়দায় মাটির নিচে গর্তে লুকানো অবস্থায় ২১৮ বোতল ফেন্সিডিল, ১০৬ বোতল ফেন্সিগ্রিপ, ২৫ বোতল এমকেডিল ও ১৫ বোতল ফেয়ারডিলসহ মোট ৩৬৪ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যে আনুমানিক মূল্য সাত লাখ ২০ হাজার টাকা।
এ ব্যাপারের্ যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
গ্রেপ্তাকৃত মাদককারবারী অবাইদুল ইসলামকে গতকাল মঙ্গলবার (৫ মার্চ) আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post