যশোর প্রতিনিধি:
যশোর কেন্দ্রীয় কারাগারের অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী নজরুল ইসলাম নজু মোল্লা (৭০) মারা গেছেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার ভাটাপাড়া গ্রামের আঃ মালেকের ছেলে। তার কয়েদি নম্বর-৯২০৬/এ।
কারাগার সূত্রে মতে, মৃত নজরুল ইসলাম ফুলতলা থানার একটি অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি বৃহস্পতিবার ভোর রাতে কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তিনি মারা যান।মৃত্যুর কারণ হিসেবে মৃত্যুর প্রমাণপত্রে “Brought Dead” উল্লেখ করা হয়েছে।
নজরুল ইসলাম ১৯৯৫ সালে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। তিনি ভাটপাড়া থানার অভয়নগর গ্রামের আব্দুল মালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মোহাম্মদ কবীর।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৭,২০২৪//

Discussion about this post