মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ডাকাতি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর মোড় থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি বিপ্লব ওরফে রবাট রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুরের আবু বাক্কারের ছেলে।
জানা যায়, আসামি বিপ্লব ওরফে রবাটের বিরুদ্ধে গত ২১ আগস্ট ভোর সাড়ে ৫ টায় আরএমপি’র শাহমখদুম থানাধীন পোস্টাল একাডেমীর সামনে মাইক্রোবাস ব্যারিকেড দিয়ে ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রাজপাড়া থানায় মুলতবি ছিল। বিপ্লব ওরফে রবাটকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পুলিশ।
৮ মার্চ রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি বিপ্লব ওরফে রবাট রাজপাড়া থানার লক্ষীপুর মোড় এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মিঠুন সরকার ও তার টিম শুক্রবার রাত সাড়ে ৯ টায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে ডাকাতি মামলার পরোয়ানাসহ আরো দু’টি মামলা বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post