হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের বার্ষিক কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকার দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার(১৩ মার্চ )সকালে উপজেলা পরিষদ চত্বরে বাই-সাইকেল বিতরণ করা হয়।
সাইকেল বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপকারভোগী শিক্ষার্থীদের উদ্দেশ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এই সোনার বাংলা এগিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় গ্রামের প্রত্যন্ত এলাকায় নারী শিক্ষার মান ধরে রাখতে অসহায় গরীব মেধাবী শির্ক্ষার্থীদের এই সাইকেল উপহার দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন এলাকার ১৭ জন ছাত্রীদের মাঝে এই বাই-সাইকেল বিতরণ করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ মার্চ ২০২৪

Discussion about this post