নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু অনুষ্ঠান পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, যুব বিষয়ক সম্পাদক মেজবাহ উর রহমান পিন্টু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর মহসিন আলী, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে মেহেদী রুমী বলেন, ‘সম্প্রতি সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে পাঁচ দফা এলপিজি গ্যাসের দামও বাড়নো হয়। কৃষকসহ জনজীবনে এসবের নেতিবাচক প্রভাব পড়েছে। ‘আইজিডি এবং পিপিআরসি যৌথ জরিপে দেশে করোনাকালে তিন কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও ভ্রান্তনীতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করোনাকালে অপরিকল্পিত বিধিনিষেধের কারণে দরিদ্রের সংখ্যা আরও বেড়েছে।’ চাল ডাল তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সীমিত হয়ে পড়েছে। তেল ও গ্যাসের দাম অত্যধিক বৃদ্ধির ফলে মানুষের জীবনে আজ নাভিশ্বাস। তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে জনগণের স্বার্থে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বর্তমান ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ ও তার সহযোগীরা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিলাসী জীবন যাপন করছে, প্রচুর পরিমাণ অর্থ বিদেশে পাচার করার ফলে বাংলাদেশে অর্থসংকট সেইসাথে ব্যাংকগুলো আজ দেউলিয়া হওয়ার পথে। সরকারের হাতে দেশ পরিচালনা করার মতন নগদ টাকা না থাকার কারণে সরকার আজ অস্বাভাবিক হারে তেল-গ্যাস এর দাম বৃদ্ধি করেছে। যার ফলে দেশের মানুষ আজ চোখে সরিসার ফুল দেখছে। দেশের মানুষ আজ এই অবৈধ সরকারের কাছে ভোটের অধিকার হারিয়েছে, কথা বলার অধিকার হারিয়েছে, চারিদিকে শুধু অত্যাচার আর নির্যাতন।

Discussion about this post