মোঃ ছালাহউদ্দিনমনপুরা (ভোলা) সংবাদদাতা ॥ ভোলার মনপুরায় যুবলীগের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবলীগৈর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ মনির প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ, র্যালি ও কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগেরপ্রতিষ্ঠা বার্ষিকী পালন করে উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালন করা হয়।
পরে বেলা সাড়ে ১১ টায় উপজেলা আ’লীদের কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ মনির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ পড়ানো হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজীরহাট মার্কাস জামে মসজিদের ইমাম মুফতী মাও. মোঃ ইউসুফ।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, সাবেক যুবলীগ সভাপতি মজনু ফরাজী, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামলা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, সহ-সভাপতি ও হাজির হাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ সভাপতি আবদুল মতিন মাতাব্বর, যুগ্ন সম্পাদক জাবেদ ফরাজী, মোঃ মতিন, মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর, দপ্তর সম্পাদক আবদুল্লাহ জুয়েল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মামুন সহ আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Discussion about this post