হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীর মো. সালাউদ্দিন লিটন (৩৩) প্রকাশ রিটন নামে এক যুবককেঅস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭ এর সদস্যরা।
শুক্রবার (২২ মার্চ) বিকালের দিকে র্যাব-৭ কর্তৃপক্ষ অস্ত্রসহ ওই ব্যক্তিকে গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল
নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁওস্থ বালুছড়া এলাকার পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো.সালাউদ্দিন লিটন হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়াডের খন্দকিয়াস্থ বহাদ্দার বাড়ীর মৃত কামাল উদ্দিন পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও বালুছড়া এলাকার পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এসময় আটককৃত আসামির হেফাজত থেকে ০১টি দেশীয় তৈরী এলজি এবং ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত কে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৭।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post