মেহেরপুর প্রতিনিধি: স্বাধীনতার ৫০ বছর পুর্তী উপলক্ষ্যে যৌথ সাইকেল র্যালী করেছে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী। গত সোমবার (১৫ নভেম্বর) যশোর থেকে এ র্যালীটি শুরু হয়। শেষ হবে আগামী ১৯ নভেম্বর।
সেনা বাহিনী সুত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর ভারতীয় সেনা বাহিনীর একটি চৌকস দল বাইসাইকেল র্যালী সহকারে যশোর সেনানিবাসে এসে পৌঁছায় । সেখানে ফ্লাগ অব শ্রীমনী শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টীম এ র্যালীতে যোগ দেন। দু’দেশের ৩৯ জন সদস্য যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় অবস্থান করেন।
কুষ্টিয়া থেকে আজ বুধবার (১৭নভেম্বর) সকাল ১০ টায় মেহেরপুরের গাংনী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। সাইকেলভ্রমণে নের্তৃত্বে রয়েছেন মেজর মাহমুদ আফজাল এবং ভারতীয় সেনাবাহিনীর নের্তৃত্বে রয়েছেন কর্ণেল মুহিত সিং। র্যালীটি মেহেরপুর হয়ে চুয়াডাঙ্গা ও মুজিবনগর পরিদর্শন শেষে মেহেরপুর সার্কিট হাউজ ও টিটিসিতে অবস্থান করবে। যৌথ র্যালী আগামী ১৯ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে । গেদে স্থল বন্দরে ভারতীয় সেনা বাহিনী এ র্যালিটি রিসিভ করবেন।
র্যালিতে বাংলাদেশের র্যালীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন।

Discussion about this post