লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক – মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহীন মিয়া (৪২) ঘটনাস্থলে নিহত হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায়
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের করলাটারী ব্রিজ এলাকায় । নিহত শাহীন মিয়া ওই উপজেলার বুড়িমারী বাজার এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। আহতরা হলেন, একই এলাকার আব্দুল মালেকের ছেলে রবিউল ইসলাম উলু (৪০) এবং মৃত খলিলুর রহমানের ছেলে রফিক মিয়া (৪৮)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুড়িমারী থেকে আসা পাথর বোঝাই ট্রাকটি করলাটারি ব্রীজে আসছিল বিপরীত মুখহতে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘর্ষের ঘটনা ঘটে। শাহীন ঘটনাস্থলেই নিহত হয়। আহত রবিউল ও রফিক কে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান হতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুল্লাহ জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post