ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে বয়স্কদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় প্লে ডক্টরের বাস্তবায়নে এ ক্যাম্পেইনে আয়োজন করে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস। এতে ঝিনাইদহের বিভিন্ন এলাকার ১৫০ জন প্রবীণ ব্যক্তিরা অংশ নেয়।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ’র সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মেহেদি হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান।
সেসময় বক্তারা, প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা সৃষ্টি ও সম্প্রসারণের পাশাপাশি তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ও তা নিরাময়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ দাবী জানান। সেই সাথে দীর্ঘ মেয়াদী, জীবন সংশয়ী বা নিরাময় সম্ভাবনাবিহীন অসুখে আক্রান্ত যে কোন বয়সের মানুষের জন্য প্রশমনমূলক কেয়ার ব্যবস্থা চালু করার পরামর্শ দেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ এপ্রিল ২০২৪

Discussion about this post