পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে শিশু আব্দুল আলিম(৬)’র মৃত্য হয়েছে। শনিবার সকালে উপজেলার বাদুড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। শিশু আব্দুল আলিম উপজেলার বাদুড়িয়া গ্রামের মোঃ সামাদ সানার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার আনুমানিক সকাল সাড়ে ৮ টার দিকে জনৈক এক ব্যক্তি বাড়ির নারকেল গাছ ঝুড়ছিল। এ সময় নারকেল ও পাতা পাশের পুকুরের পানিতে পড়ে। প্রাতমিকভাবে স্থানীয়ারা ধারনা করছেন, ওই নারকেল পুকুর থেকে উঠাতে শিশুটি পানিতে ডুবে যেতে পারে।
পরে শিশু আলিমের মা সম্ভাব্য সকল জায়গায় বহু খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে পড়ে থাকতে পারে ধারণা করে নিজেই পুকুরে নেমে খুঁজতে থাকে। এরপর মায়ের পায়ে শিশুটির শরীরের স্পর্শ আঁচ করতে পেরে চিৎকারদিলে আশ-পাশের লোকজন জড়ো হয়ে পুকুরের পানিতে নেমে মৃতদেহ উদ্ধার করেছে।
সর্বশেষ হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জয়া/২২নভেম্বর/২০২১

Discussion about this post