আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : চতুর্থ ধাপে আগামী ৫ জুন (বুধবার) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে প্রার্থীদের মাঝে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (২০ মে) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালুকা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৩ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মোঃ গোলাম মোস্তফা পেয়েছেন দোয়াত কলম, মোঃ রফিকুল ইসলাম পিন্টু কৈ মাছ, মোঃ কামরুজ্জামান পিন্টু টেলিফোন, মোঃ রফিকুল ইসলাম (হাজী রফিক) আনারস, মোঃ মহিউদ্দিন (ইঞ্জিনিয়ার মহিউদ্দিন) মোটর সাইকেল, দেওয়ান ফেরদৌসুর রহমান কাপ পিরিচ ও মোঃ নজরুল ইসলাম সরকার পেয়েছেন ঘোড়া প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মোঃ এজাদুল হক পারুল পেয়েছেন তালা, মোঃ আবুল হোসাইন খোকন উড়োজাহাজ, হোসাইন মোঃ রাজিব টিয়া পাখি, মোহাম্মদ আফরুজ্জামান মাইক, ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ বই, খন্দকার মওদুদ আহমেদ টিউবওয়েল ও হুমায়ূন আহমেদ পেয়েছেন চশমা প্রতীক।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মাহমুদা সুলতানা মুন্নি পেয়েছেন পদ্ম ফুল, মোছাঃ খাদিজা আক্তার কলস ও মোছাঃ শিউলী আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক।
ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post