ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেটে অবস্থিত বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও রোগীদের সাথে প্রতারণার অভিযোগের খবর পাওয়া গেছে।
অভিযোগ এবং অনুসন্ধানে জানা যায় যে, উক্ত ডায়াগনস্টিক সেন্টার এ কোন মেয়ে টেকনিশিয়ান নেই কিন্তু হরহামেশাই ইসিজি করে চলেছেন অপ্রাপ্ত বয়স্ক এক ছেলে দিয়ে। মহিলা বাদে ইসিজি বুঝতেই পারছেন রোগীদের কি বিড়ম্বনায় পড়তে হয়।
তারই টেকনিশিয়ান এবং তার মেশিন নিয়ে গিয়ে হাসপাতালে ইসিজি করার অভিযোগ ও পাওয়া গেছে।
অপরদিকে কাগজ কলমে টেকনিশিয়ান নিয়োগ থাকলেও প্যাথলজির সমস্ত কাজ করেন আল-আমিন নামের প্রায় ১৫ বছরের একটি ছেলে। কাগজকলমে নিয়োগ কৃত টেকনিশিয়ানের চেহারা বছরেও দেখা মেলা ভার। শুধু তাই নয়, হাসপাতালের রুগীকে টেনে আনা,,, হাসপাতালের সামনে একটি মাত্র ডায়াগনস্টিক সেন্টার হওয়ায় জরুরী টেস্টের জন্য তারাই একমাত্র ভরসা, একমাত্র আস্থার আশ্রয়স্হল হওয়ার সুযোগে দক্ষ টেকনিশিয়ান, সনোলজিস্ট, এক্সরে ম্যান না থাকলেও হরহামেশাই ইসিজিসহ সব রকম পরীক্ষা চলছে। প্রকৃত এক্সরে টেবিল ছাড়াই চলছে এক্সরে, প্রকৃত টেকনিশিয়ান ছাড়াই চলছে নানাবিধ প্যাথলজিক্যাল পরীক্ষা। তিনি পল্লী চিকিৎসকদের নেতা হওয়ায় উপর মহলে তার সখ্যতা থাকায় তিনি কাউকে তোয়াক্কা করেননা।
নানা অনিয়মের মধ্যে দিয়ে প্রশাসনের নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলছে এই বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টার। বিষয় টি তদন্ত সাপেক্ষে আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
বিস্তারিত জানতে চোখ রাখুন ২য় পর্বে,,,

Discussion about this post