নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ২০২৪-২০২৬ মেয়াদি দ্বি-বার্ষিক নির্বাচনে মোঃ শাহজালাল বাচ্চু নেতৃত্বাধীন প্যানেল বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে ভূমিধ্বস জয়লাভ করেছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন শফিউদ্দিন আহমেদ।
পূর্ণাঙ্গ ফলাফল – ৪৩ জন নবনির্বাচিত পরিচালক :
১. মোঃ শাহজালাল বাচ্চু (ঢাকা), ২. মোঃ মোজাম্মেল হক (খুলনা), ৩. ময়নুল হক চৌধুরী (সিলেট), ৪. মোঃ আব্দুল কাদের (রংপুর), ৫. সৈয়দ হাসান নূর ইসলাম (ঢাকা), ৬. মনির আহমেদ মনা (টাঙ্গাইল), ৭. মোঃ এনায়েত উল্লাহ (কুমিল্লা), ৮. এফ এম হুমায়ুন কবির (পাবনা), ৯. মোঃ ইকবাল লস্কর (ঢাকা), ১০. মোঃ আতাউর রহমান (নওগাঁ), ১১. মোঃ রফিকুল আলম টুকু (কুষ্টিয়া), ১২. মোঃ মমিনুল ইসলাম (দিনাজপুর), ১৩. নাসির উদ্দিন আহমেদ (ফেনী), ১৪. মোঃ আনোয়ার হোসেন মিরধা (ঢাকা), ১৫. মোঃ আক্তারুজ্জামান (ঝিনাইদহ), ১৬. এ এস এম মনিরুজ্জামান খাঁন (খুলনা), ১৭. মোঃ দ্বীন আলী (সাতক্ষীরা), ১৮. খন্দকার মারুফ ইলাহি (রংপুর), ১৯. মোঃ শাহজাহান খাঁন (নারায়ণগঞ্জ), ২০. আশীষ কুমার ভট্টাচার্য (চট্টগ্রাম), ২১. মোঃ তোফাজ্জল হোসেন (ঢাকা), ২২. মোস্তাফিজুর রহমান সবুজ (নীলফামারী), ২৩. মোঃ সাইফুল ইসলাম (গাইবান্ধা), ২৪. মোঃ খলিলুর রহমান (ঢাকা), ২৫. মোহাম্মদ আলী (ঢাকা), ২৬. মোঃ জসিম উদ্দিন (ঢাকা), ২৭. মোঃ মিজানুর রহমান (ঢাকা), ২৮. এ টি এম মোশাহিদ উদ্দিন (সিলেট), ২৯. মোঃ মেজবাহুল আলম (ময়মনসিংহ), ৩০. মোঃ মাজহারুল আলম (ফরিদপুর), ৩১. সি এম জাকারিয়া (ঢাকা), ৩২. মোঃ ইস্তিয়াক উদ্দিন আহম্মেদ (পটুয়াখালী), ৩৩. মোঃ মহসীন আলী পাটোয়ারী (ঢাকা), ৩৪. কাজী সাদেকুর রহমান (নওগাঁ), ৩৫. মোঃ জাহাঙ্গীর আলম খাঁন (ঢাকা), ৩৬. রঘুনাথ সিকদার (চট্টগ্রাম), ৩৭. চন্দন কুমার পাল (কিশোরগঞ্জ), ৩৮. শেখ আনসারুল হক (রাজশাহী), ৩৯. নুরুল ইসলাম মজুমদার সবুজ (ঢাকা), ৪০. মোঃ মবশ্বির আলী (সিলেট), ৪১. মোঃ আবু কাউছার (ব্রাক্ষণবাড়িয়া), ৪২. কাজী নাসির উদ্দিন (ঢাকা) এবং ৪৩. মিয়া শরিফুল ইসলাম (ঢাকা)।
এক শুভেচ্ছা বার্তায় বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে প্যানেল প্রধান মোঃ শাহজালাল বাচ্চুসহ নবনির্বাচিত পরিচালকব্রন্দকে অভিনন্দন জানানো হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ মে ২০২৪

Discussion about this post