আবুল বাশার শেখ:
ছড়া আর কবিতায়
কথা বলে রোজ,
ছোট বড় সকলেই
নেয় তাঁর খোঁজ।
সুরপ্রিয় গানপাখি
সুরেলা সকাল,
সুর নিয়ে খেলা করে
উদাসী বিকাল।
কথা যেনো কথা নয়
জীবনের দিক,
কবির কবিতা যেনো
বাস্তব ঠিক।
অমর কবিতা যার
কাজী নজরুল,
বাংলার ঘরে ঘরে
ফুটায় যে ফুল।
বিদ্রোহী বিরহ প্রেম
সাম্য চেতনার,
এই কবি একজন
আসবেনা আর।

Discussion about this post