ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মাঠ থেকে তারাপদ বিশ্বাস (৯০) নামের এক বৃদ্ধ’র অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ওই গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তারাপদ বিশ্বাস মাগুরার শালিখা উপজেলার শ্রীফল তলা গ্রামের মৃত কার্তিক বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ওই মাঠের একটি পাটক্ষেতে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাড়িকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মেহেদি হাসান বলেন, লাশটি কালীগঞ্জ উপজেলার বাসুদেবপু মৌজার মধ্যে পাওয়া গেছে। ওই বৃদ্ধ গত শুক্রবার তার বাড়ি থেকে বের হয়েছিলো শিকারপুর গ্রামে নামযজ্ঞ শোনার জন্য। বাসুদেবপুর গ্রামের তার এক আত্মীয় রয়েছে। ধারনা করা হয়েছে নামযজ্ঞ শেষে মাঠ দিয়ে তার আত্মীয় বাড়িতে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩১ মে ২০২৪

Discussion about this post