গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দেড় মাসের মাথায় গ আত্মহত্যা করেছে মারিয়া ইসলাম (১৪) নামের এক নববধূ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার গচাপাড়া গ্রামে বাবার বাড়িতে বসে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে মারিয়া আত্মহত্যা করে।
মারিয়া ইসলাম আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদের মেয়ে ও স্থানীয় গচাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
গত দেড় মাস আগে পাশ্ববর্তী বলুহার গ্রামের আলামিন খানের কলেজ পড়ুয়া ছেলে রবিউল খানের (১৮) সাথে মারিয়ার বিবাহ হয়। বিয়ের পরেও বাবার বাড়িতে থেকে মারিয়া নিয়মিত ভাবে লেখাপড়া চালিয়ে আসছিলো। ঘটনার দিন সকাল বেলা লেখাপড়া ও বাড়ির কাজ নিয়ে পরিবারের লোকজনের সাথে মারিয়ার কথা কাটাকাটি হয়। এ অভিমানে সে নিজের রুমে গিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম জানান, বাবা-মায়ের উপর অভিমান করে মারিয়া আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। মারিয়ার বাবা ও শ্বশুর বাড়ির লোকজনের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পোষ্টমর্টেম করা হয়নি। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Discussion about this post