মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ, রাজশাহী বিভাগীয় কার্যালয় গত বুধবার ( ৫ জুন) শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ও রংপুর বিভাগের উপ-পরিচালক এস,এম, সাইফুল ইসলাম। তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য।
উপস্থিত সকল স্টাফদের উদ্দেশ্যে তিনি বলেন, এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা’। তিনি আরও বলেন, পরিকল্পিত উন্নত-আধুনিক-স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসে প্রতিবছর ৫ জুন বিশ্বের প্রতিটি দেশে পালিত হয় দিবসটি। দিবসটির মূল লক্ষ্য পরিবেশ দূষণের কারণ ও দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা। এ ছাড়া মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলাও এ দিবসের অন্যতম একটি লক্ষ্য।
বক্তব্য শেষে তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আশেপাশে বিভিন্ন স্থানে ফাঁকা জায়গায় পলাশ, আমলকী, পাতাবাহার ও রঙ্গন গাছের ৭টি চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post