শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: লালমনিরহাটের ভূমিহীন ও গৃহহীন মানুষেরা পেয়েছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার দুই শতাংশ জমিসহ পাঁকা ঘর।
ঈদের সামনে অসহায়, সম্বলহীন এসব মানুষ জমিসহ ঘর পেয়ে মাথাগুঁজার ঠাঁই মিলেছে। এখন তারা পরিবারে স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন।
আজ মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পে সংযুক্ত থেকে গৃহহীনদের ঘর হস্তান্তর করেন। এই ঘর বিতরণের মধ্য দিয়ে সরকারি ভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে লালমনিরহাট জেলা। এক সময় যাদের গোঁজার ঠাঁই ছিল না, জমি ছিল না। তারা পেয়ে গেলো ঘর ও জমি। তাই তাদের মনে খুশির দোলা।
লালমনিরহাটে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর হয়েছে এক হাজার ২৮২টি। কালীগঞ্জ উপজেলায় ৮৭৫টি, পাটগ্রামে ৯৯টি, হাতীবান্ধায় ১৬৬টি ও আদিতমারিতে ১৪২টি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, এই প্রকল্পে ঘর উপহার দিয়েই সীমাবদ্ধ থাকা হয়নি, বরং তাদের জীবন—জীবিকা নির্বাহের জন্য প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। তাদের দুই শতাংশ জমি কবিলত রেজিস্ট্রেশন ও মিউটেশন সার্টিফিকেট প্রদান করা হবে। এরইমধ্যে প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রীর ঘর উপহার উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের তিন এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পাঁচ উপজেলার চেয়াম্যান, দুই মেয়র সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post