এসএম জামাল:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার ফকিরাবাদ স্বেচ্ছাসেবী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা দিশা কৃষি সমন্বিত ইউনিটের প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মামুন।
উন্নয়ন সংস্থা দিশা এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহাতায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরন বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করে।
প্রশিক্ষণে ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক খামারীদের টিএমআর, সাইলেজ, ইউরিয়া মোলাসেস স্ট্র’র ব্যবহার হাতে কলমে শিখানো হয়। প্রশিক্ষণে ২৫জন নারী/পুরুষ খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দিশা সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শীতল হোসেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মিলন হোসেন ও ইশারুল ইসলাম প্রমুখ।
সিন্ধু//দৈনিক দেশতথ্য//১১ জুন,২০২৪//

Discussion about this post