সিলেট অফিস : সিলেটের দক্ষিণ সুরমায় গাড়ির ফিটনেস ও বৈধ কাগজপত্র না থাকার অপরাধে ৫টি গাড়ির চালকের কাছ থেকে ৫হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থিতা হাওলাদারের নেতৃত্বে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারস্হ সাতমাইল এলাকায় আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়।
এসময় তার সাথে ছিলেন সিলেটের বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ আব্দুল বারী।দক্ষিণ সুরমা থানা পুলিশের আদালত পরচালনায় সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থিতা হাওলাদার বলেন, গাড়ির ফিটনেস, গাড়ির বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫টি গাড়ি থেকে ৫ হাজার ৫ শত
টাকা জরিমানা আদায় করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ জুন২০২৪

Discussion about this post