ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩রা জুলাই) সকাল ১১ টার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ২০২৩-৩৪ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় আরিপ ২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ৬ শত ৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার এবং আমন ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌস, উপজেলা বন বিভাগ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বেগম, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিল ফিরোজ আলী মৃধা সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ জুলাই ২০২৪

Discussion about this post