মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে স্থানীয় বক্সিং প্রতিযোগিতায় মডার্ণ বক্সিং ক্লাব চ্যাম্পিয়ন ও অগ্রদূত সংঘ রানারআপ হয়েছে।
রাজশাহী জেলা জিমনেসিয়ামে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আর্থিক সহযোগিতায় এবং জেলা বক্সিং সমিতির (জুনিয়র) উদ্যোগে আয়োজিত তিনদিনব্যপী আয়োজিত প্রতিযোগিতায় মডার্ণ বক্সিং ক্লাব ৯টি স্বর্গ ও ৪টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন ও অগ্রদূত সংঘ ৪টি স্বর্ণ ও ২ টি রৌপ্য পদক পেয়ে রানার আপ হওয়ার যোগ্যতা অর্জন করে।
প্রতিযোগিতায় সংস্থার ২১ টি এ্যাফিলিয়েটেড ক্লাবের ১৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে শনিবার (৬ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য ও এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন।
জেলা বক্সিং সমিতির আহবায়ক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, সাবেক মহিলা কাউন্সিলর উম্মে খলিফা বুলবুলি, রুপরেখা কিশোর মেলার সভাপতি মোঃ ইব্রাহিম হায়দার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বক্সিং সমিতির (জুনিয়র) সদস্য সচিব শফিউল আজম মাসুদ। এসময় জেলা বক্সিং সমিতির (সিনিয়র) মোঃ আবদুল হাই মামুন, বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের যুগ্ম – সম্পাদক মোজলেক হোসেন ও কোষাধ্যক্ষ আশরাফুর রহমান কাজলসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post