জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি, মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজার পিতা অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা তোফাজ্জল হক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি করোনা আক্রান্ত হয়ে গত সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ভর্তি হন। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। নিউজ ২৪ চ্যানেলের বার্তা সম্পাদক, প্রেস ক্লাব সদস্য বোরহানুল হক স¤্রাট মরহুমের ছেলে।
উল্লেখ্য, ওনার স্ত্রী সাজেদা বেগম করোনায় আক্রান্ত হয়ে গত ৮ জুলাই, বৃহস্পতিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে রেজোয়ানুল হক রাজার পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Discussion about this post