আবু সাঈদ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যনিবাহী কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। সভায় সংগঠনের সভাপতি আনিছুর রহমান শামীম সভাপতিত্ব করেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১ টায় শ্রীপুর পৌরসভার নূর সুপার মার্কেটে সংগঠনের কার্যালয়ে কমিটি গঠনকল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সেলিম শেখের সঞ্চালনায় উম্মুক্ত আলোচনায় সকল সদস্যরা অংশগ্রহণ করেন। সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ওই পদে সকলের সম্মতিতে তাৎক্ষকি গোপন ভোটের সিদ্ধান্ত হয়। সংগঠনের উপদেষ্টাবৃন্দকে ভোট কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়। পরে গোপন ভোটে সভাপতি পদে তাজুল ইসলাম সানি নির্বাচিত হয়।
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ নির্বাচিত সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের নাম ঘোষনা করেন। কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি তাজুল ইসলাম সানি (আনন্দবাজার), সহ-সভাপতি সেলিম শেখ (আমাদের কন্ঠ), সাধারণ সম্পাদক মাসুদ রানা (আমার সংবাদ), যুগ্ন সম্পাদক নাঈম মেহেদী (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রুবেল (গেøাবাল টিভি), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (ডেইলি ট্রাইব্যুনাল) এবং নির্বাহী সদস্য সোলায়মান মোহাম্মদ (আমাদের নতুন সময়)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক নাসির উদ্দিন জর্জ (ভোরের কাগজ) এবং শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন (ভোরের ডাক) অভিনন্দন জানিয়েছেন।

Discussion about this post