মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় ১৬জন শ্রমিকের মধ্য ১২ জন সাঁতরে উঠলেও চারজন নিখোঁজ আছে।
রোববার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাঝারদিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌকার সব যাত্রী চরমাঝারদিয়ার গ্রামের বাসিন্দা।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, মাঝারদিয়ার গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২), এন্তাজুল হকের ছেলে সবুজ (২০), আবুল কালামের ছেলে ফারুক (১৯) ও খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮)। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি।
হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবীর জানান, তারা শহরে শ্রমিকের কাজ করে। সেখান থেকে সন্ধ্যার পর তারা ডিঙ্গি নৌকায় করে চরমাঝারদিয়ার এলাকায় রওনা দেয়। পাড়ের প্রায় কাছাকাছি এসে পৌঁছালে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে এসে উঠেন। বাকি চারজন এখনও নিখোঁজ আছেন। তাদের ভোর থেকে খোঁজা শুরু হয়েছে। এখনও উদ্ধার হয়নি।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, চর মাঝারদিয়ারে নৌকাডুবির ঘটনায় আমাদের ডুবুরি দল পাঠানো হয়েছে। ভোর থেকে উদ্ধার কাজ চলছে। পদ্মায় পানি ও স্রোত বেশি। সে কারণে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে।
পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, নৌকাডুবির সকালে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত কেউ উদ্ধার হয়নি।

Discussion about this post