কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়া কুমারখালী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়। আজ (৪ সেপ্টেম্বর) রোজ বুধবার বেলা ১২ টায় কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
জানা গেছে, কুমারখালী উপজেলার রেল স্টেশনের পাশে ফুল ঘরের কাছে কিয়ামদ্দিন ছেলে আকাই (৫৫), ও বিশ্বনাথের ছেলে সুজন (৪০), কে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ২০পিচ ট্যাপেনটা পাওয়া যায়।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে, কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যলয় কুষ্টিয়া পরিদর্শক বেলাল হোসেন বিভিন্ন এলাকায় অভিযান করে মাদকসহ ২জনকে আটক করে।
পরে কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত আটককৃত আসামিদের ২ মাস মেয়াদে ও এক মাস মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে ১শত টাকা করে অর্থদণ্ড দণ্ডিত করে জেলহাজতে প্রেরণ করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৪ সেপ্টেম্বর ২০২৪

Discussion about this post