আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় এল এস্কোয়্যার লিমিটেড নামের একটি কারখানায় অজ্ঞাত রোগে প্রায় ৫৯ জন শ্রমিক অসুস্থ হয়েছে।
তবে কারখানাটিতে হঠাৎ করে এতো শ্রমিকের অসুস্থতার কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পরলে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে।
জানা যায়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামিরদিয়া এলাকায় এল এস্কোয়্যার লিমিটেড এর শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে প্রায় ৫৯জন শ্রমিক অসুস্থ হয়ে পরে। অসুস্থ শ্রমিকদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-৩১জন ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ২৭জন চিকিৎসাধীন। এ ব্যাপারে খারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
ময়মনসিংহ শিল্প পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিছু সংখ্যক শ্রমিক অসুস্থ হয়েছে তবে এখনো কোন শ্রমিকের মৃত্যুর খবর পায়নি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হোসাইন জানান, জামিরদিয়া এলাকায় এল এস্কোয়্যার লিমিটেড এর ৩১জন শ্রমিক গণমনস্তাত্ত্বিক রোগে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে, ২৪ জন প্রাথমিক চিকিৎসার নিয়ে বাসায় চলে গেছে, বাকিরা ভর্তি এখনো চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ গত ৪ সেপ্টেম্বর বুধবার একই কারখানায় ১৬ জন শ্রমিক অসুস্থ হয়েছে।

Discussion about this post