গ্রাহক সেবার উৎকর্ষ সাধন ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে “গ্রাহক বান্ধব আইসিবি, স্বচ্ছতার প্রতিচ্ছবি প্রতিপাদ্য বিষয় নিয়ে ০৫ দিন ব্যাপী (০৫-০৯ ডিসেম্বর ২০২১) “গ্রাহক সেবা সপ্তাহ – ২০২১ কর্মসূচীর শুভ উদ্বোধন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান, চেয়ারম্যান, আইসিবি পরিচালনা বোর্ড, জনাব মোঃ আবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ কামাল হোসেন গাজী, উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবিথর ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ, আইসিবি কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

Discussion about this post