নিজস্ব প্রতিবেদক ॥ যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম গতিশীল করাসহ যুব সদস্যদেরকে সেচ্ছাসেবা কার্যক্রমে আরও উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এবং কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যেগে আন্তজার্তিক সেচ্ছাসেবক দিবস-২০২১ উপলক্ষ্যে ইউনিট পর্যায়ে ১০ জন সেচ্ছাসেবককে শ্রেষ্ঠ সেচ্ছাসেবক এ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ১০ জন সেচ্ছাসেবককে সার্টিফিকেট, মেডেল এবং টি-শার্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের সন্মানিত চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের সন্মানিত সেক্রেটারী ও সাবেক ব্যবস্থাপনা সদস্য জনাব মো: আসগর আলী, কার্যনির্বাহী সদস্য মো: মুকুল হোসেন ও সেলিম আহমেদ,আজীবন সদস্যবৃন্দ,ইউনিট অফিসার,শিক্ষক,স্কুল/কলেজের যুব সদস্যসহ ইউনিটের যুব রেড ক্রিসেন্টর সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, বাংলাদেশের ৬৪টি জেলা ইউনিট অফিস ও ৪টি সিটি কর্পোরেশন ইউনিট অফিসে এই শ্রেষ্ঠ সেচ্ছাসেবক এ্যাওয়ার্ড-২০২১ অনুষ্ঠানটি একযোগে অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ইউনিটে অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের ইউনিট অফিসার সাঈদ মো: শামীম রহমান শাহীন।

Discussion about this post