রাজবাড়ী সংবাদদাতা ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ২০২১ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিষেশ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাসির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রকৗশলী বাদশা আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেদৗস প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণসহ সুধী জনেরা উপস্থিত ছিলেন।

Discussion about this post