নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদে পূর্ব বিরোধের জের ধরে নির্মল চন্দ্র সূতার(৫০) নামে এক কৃষককে হাতুড়ি পিটা করে রক্তাক্ত করেছে ওই এলাকার বাপ্পি সূতার নামে এক বখাটে যুবক।
গত শুক্রবার বিকেলে গুয়ারেখা ইউনিয়নের ব্যাসকাঠি গ্রামের জনৈক কুট্টি নামে এক দোকানদারের সামনে বসে এ ঘটনা ঘটেছে।
বাপ্পি সূতারের হাতুড়ি পিটায় আহত হয়ে বর্তমানে ওই লোক নেছারাবাদ হাসপাতালে কাতরাচ্ছেন। এ ঘটনায় নির্মল চন্দ্র সূতারের ভাতিজি কনিকা গাইন বাদী হয়ে বাপ্পি সূতার, গৌরঙ্গ সূতার কুট্টিকে অভিযুক্ত করে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত বাপ্পি ওই গ্রামে বিভাষ সূতারের ছেলে। এছাড়া অভিযুক্ত অপর ব্যক্তি কুট্টি একই গ্রামের যতিন্দ্র নাথ সূতারের ছেলে।
অভিযোগে জানাগেছে, ভুক্তভোগী নির্মল এবং অভিযুক্ত বাপ্পি সূতার ও গৌরঙ্গ সূতার কুট্টি একই গ্রামের লোক। বাপ্পি এবং কুট্টির সাথে নির্মল এর জমি সংক্রান্ত বিরোধ চলমান। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার শালিস বৈঠক করলেও বাপ্পি সূতার এবং কুট্টি কোন বৈঠক মানতনা। তারা গায়ের জোরে নির্মলের জমি দখল নিয়ে ভোগ করার চেস্টা চালাত। এ জন্য তারা প্রায় সময়ে নির্মল চন্দ্র সূতারকে মেরে ফেলার হুমকি দিয়ে যেত।
সম্প্রতি বাপ্পি নির্মলের জমি দখলের জন্য তার জায়গায় একটি স্থাপনা তৈরি করে। নির্মল তা বাধা দিতে গেলে গত ১৩ সেম্পম্বর বিকেলে তাকে বেধম মারপিট করে। মারের এক পর্যায়ে বাপ্পি সূতার একটি হাতুড়ি এনে নির্মলের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে সে রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্বজনরা তাকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি দিয়ে চিকিৎসা দিচ্ছেন।
নির্মলের ভাতিজি কনিকা গাইন অভিযোগ করেন, বাপ্পি এলাকার একজন বখাটে লোক। তার চলাফেরা খুবই খারাপ। সে পারেনা এমন কোন কাজ নেই। তার নেতৃত্বে এলাকায় একটি পেটুয়া বাহীনি তৈরি হয়েছে। সে গায়ের জোরে আমাদের জমি ভোগ করতে আসছে। তা বাধা দেয়ায় আমার কাকাকে বেধম মারধর করেছে। সে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছে।
নেছারাবাদ থানার ওসি তদন্ত এইচ,এম শাহীন জানান, “এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে”।

Discussion about this post