কলেজের এডহক কমিটি বাতিলের দাবি
মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমের প্রস্তাবিত নাম অনুযায়ী কলেজে যে এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে তা বাতিল এবং নতুন করে কমিটি রিনিউ এর দাবিতে মহিলা কলেজের শিক্ষকদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও স্থানীয় জনতা বৈঠক করেছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা জানান, কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমের প্রস্তাবিত নাম অনুযায়ী জাফর আকবর কে সভাপতি ও সাহাব উদ্দিনকে বিদ্যুোৎসাহী সদস্য করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত অনুমোদনপত্রে যে কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তা বাতিল করতে হবে। এবং সবার মতামতের উপর ভিত্তি করে নতুন করে কমিটি রিনিউ করতে হবে। তা না হলে কলেজের অধ্যক্ষকে জনতা অবাঞ্ছিত ঘোষণা করবে। এসময় স্থানীয় জনতা অধ্যক্ষের কক্ষ তালাবদ্ধ করে দেয়৷ এবং কমিটি রিনিউ না করা পর্যন্ত কক্ষ তালাবদ্ধ থাকবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সুলেরী আলভী, জামাল উদ্দিন, শাহাজাহান সেলিম, যুবদল নেতা মনিরুজ্জামান মনি, শাহিবুল ইসলাম, তোঁতা ও ইমনসহ কলেজের শিক্ষক, সুশীল সমাজ ও স্থানীয় জনতা।
টি//দৈনিক দেশতথ্য//২২ সেপ্টম্বর,২০২৪//

Discussion about this post