জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে গতকাল পোড়াদহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, দি হাংগার প্রোজেক্ট ও সাফ‘র আয়োজনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান শিক্ষক মো: আবু বক্কর সিদ্দিক‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পোড়াদহ রেলওয়ে থানার এসআই নার্গিস খাতুন।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পোড়াদহ কলেজের প্রভাষক মোছা: লাবনী আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: আফরোজা খাতুন ও পোড়াদহ ইউপি সদস্য নাছিমা খাতুন।
বক্তাগণ বলেন, কন্যাশিশুরা এখন আর পরিবার, সমাজ ও রাষ্ট্রের বোঝা নয়, এখন তোমরা সম্পদ। সুস্বাস্থ্য বজায় রেখে রাষ্ট্রের যেকোন বিভাগে নিজেকে দাড় করাতে হবে। তোমার স্বপ্ন বা জীবনের অভিষ্ট লক্ষ্য থাকতে হবে যা তোমাকে ঘুমাতে দেবে না। তোমার স্বপ্ন তোমার পরিবার, সমাজ ও রাষ্ট্রকে জানাতে হবে, যাতে করে সবাই তোমাকে সহায়তা করতে পারে। আগামীর বাংলাদেশ হবে তোমার দেখা স্বপ্ন দিয়ে। তোমাদের দৃঢ় প্রত্যয় ও সংকল্পই নিজেকে, পরিবারকে ও রাষ্ট্রকে আত্মপ্রত্যয়ী ও সমৃদ্ধ দেশ গড়তে ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা। আলোচনা শেষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Discussion about this post