আবু সাঈদঃ কেয়ার এডুকেশনস্ গাজীপুরের আয়োজনে কাপিসিয়া উপজেলায় এম এ বারী শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কাপাসিয়া কিন্ডারগার্টেন হলরুমে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ মোছাদ্দিকুর রহমান হাজী মুছা।
কেয়ার এডুকেশনস্ গাজীপুরের সভাপতি এস এম হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া কিন্ডারগার্টেন এর ভাইস প্রিন্সিপাল মোঃ নাজিম উদ্দিন শরীফ।
এম এ বারী শিক্ষা পরিবারের পরিচালক ইসমাঈল হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সারোয়ার, গাজীপুর কিন্ডারগার্ঠেন এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন,গাজীপুর কিন্ডারগার্ঠেন এসোসিয়েশন এর শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচেষ্টা মাল্টিমিডিয়া স্কুল কাপাসিয়া শাখা পরিচালক মোঃ কামাল হোসেন ও শাহীন স্কুল কাপাসিয়া শাখার সিনিয়র শিক্ষক সুজন প্রমূখ।
অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।

Discussion about this post