পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর সভার উদ্দোগে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ কর্মসুচীর উদ্বোধন করেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কার্মকর্তা ও পাটগ্রাম পৌর মেয়র (ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম। কর্মসূচির আলোকে পর্যাক্রমে পাটগ্রাম পৌর সভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন নর্দমা ও জলাশয়ে যেখানে পানি জমে থাকে ও মশা তার লার্ভার মাধ্যমে বংশ বিস্তার করতে পারে সে সকল স্থানে ঔষধ স্প্রে করা হচ্ছে।
পাটগ্রাম পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের সুপার ভাইজার সাইফুল ইসলাম রাজু জানান, ফগার মেশিন নষ্ট থাকায় জরুরি ভিত্তিতে স্প্রে মেশিনে মশা নিধন ঔষধ ছিটানো হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার (রুকন) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাটগ্রাম উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, গনমাধ্যমকর্মী সহ পৌর সভার পরিচ্ছন্নতা কর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
পাটগ্রাম উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচীর শুভ উদ্বোধন।

Discussion about this post