বেরোবি প্রতিনিধি : ইবতেশাম রহমান সায়নাভ
সোমবার (২১ অক্টোবর, ২০২৪) বিকেল পাঁচ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ অক্টোবর ২০২৪ তারিখে ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে গুলির লড়াইয়ের সময় সিনওয়ার নিহত হন। তার পরিপ্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মুয়াজ্জিন রুহুল আমিনের ইমামতিতে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শুরুর পূর্বে সংক্ষিপ্ত ব্যক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ রাকিব ও সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহেল রানা।
ব্যক্তারা এসময় ইসরায়েলের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বলেন, “ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যানসার। তাদের রুখে দিতে হবে।”
আরেক ব্যক্তা বলেন,” স্বাধীন ফিলিস্তিন প্রতি সংহতি জানাই। হামাসের রাজনৈতিক শাখার প্রধান শহীদ ইয়াহিয়ার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মত নয়। সিনওয়ার ভাইকে আল্লাহ যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন, এই কামনা করি। নিকৃষ্ট ইসরাইল জাতিকে বলে দিতে চাই, আমরা মুসলমান জাতি কখনো পিছু হটবো না।
জানাজা পরবর্তী সময়ে শিক্ষার্থীরা দোয়া ধরেন ও ইয়াহিয়া সিনওয়ারের মাগফিরাত কামনা করেন এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জালিমদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।

Discussion about this post