মুহাম্মদ রুমান দেওয়ান, নারায়ণগঞ্জ:
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহীন আলম নামে এক সেনা সদস্য হত্যায় তিন জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
সোমবার (২১ অক্টোবর) দুপুওে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দন্ডিতরা হলেন- সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন, মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া ও একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া। তাদের মধ্যে সুমন মিয়া পলাতক রয়েছেন।
বাদিপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন ভুঁইয়া সবুজ জানান, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালিতে কর্মরত সেনাবাহিনীর সদস্য শাহীন আলম ছুটিতে বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা হন। পথে রাত হলে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে বন্ধুর বাড়িতে রাত যাপন করতে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা মানিব্যাগ, মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন।
তিনি জানান, ১৪ জনের সাক্ষ্য শেষে আদালত এই রায় দিয়েছে। একই সঙ্গে ভিকটিমের পরিবার সন্তোষ জানিয়ে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

Discussion about this post