সিলেট প্রতিনিধি : সিলেট নগরের যতরপুরে ছড়ার উপর থেকে স্টিল সেতু হাওয়া হয়ে গেছে। সেতু উঠিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার ঘটনার প্রায় দীর্ঘ দিন পর ব্যবস্থা নিচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্যোগি হয়েছেন।
এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, মিরাবাজার থেকে যতরপুর হয়ে সোবহানীঘাট কাঁচাবাজার রাস্তায় স্থানীয় খালের পাড়ে একটি স্টিল ব্রিজ ছিলো। সে ব্রিজ দিয়েই যাতায়াত করতেন এলাকাবাসী।
এই সড়ক দিয়ে বের হয়ে সোবহানীঘাট ডি ওয়াই মাদরাসা এবং স্থানীয় মন্দিরসহ বাজারে যাতায়াত করতেন এলাকাবাসী। ক’ বছর আগে হঠাৎ স্থাণীয় একটি পরিবার তাদের সহযোগিদের নিয়ে ‘স্ট্রিল ব্রিজটি ভেঙ্গে গেছে’ এই অজুহাতে তা সরিয়ে নেয়।
এরপর এলাকাবাসী মেয়র কাউন্সিলর সহ সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরেছেন একাধিকবার। কিন্তু কোনো সদুত্তর মিলেনি। রাস্তা পাকাকরণ হলেও গতিপথ খালের পারেই থামিয়ে দেয়া হয়। ফলে চরম বিপাকে পড়েন এই সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজন।
সম্প্রতি এলাকার লোকজন এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দ্বারস্থ হন। এলাকার সমাজসেবী বাদশা মিয়া, শামীম তালুকদার, ফয়সল গাজীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাবাসী নগর প্রশাসকের নজরে দেন বিষয়টি।
ফলে নগর প্রশাসক আবু আহমেদ সিদ্দিকী সিসিকের প্রকৗশলী বিশ্বজিৎ রায়কে বিষয়টি দেখার জন্য বলেন। এবং ব্রিজ পুনঃ প্রতিষ্টায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান। কিন্তু এ যাবৎ এ ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
এ ভ্যাপারে এলাকার সমাজসেবী শামীম তালুকদার বলেন, ছোট বেলা থেকে আমরা এ ব্রিজ দিয়ে রাস্তা পার হয়েছি। একটি স্বার্থান্বেসী মহল ব্রিজটি তুলে দিযেছে। আর তাতে কাউন্সিলর সহ অনেকেই নীরব রযেছেন। মানুষের দুর্ভোগের কথা কেউ চিন্তা করছেন না। সবাই নিজের স্বার্থ দেখছেন। তাই আমরা এলাকার পক্ষ থেকে সিসিকের প্রশাসককে বিষয়টি জানিয়েছি। তিনি আমাদেরকে আশ^স্থ করেছেন, এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।
এ ব্যাপারে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ^জিৎ রায় অভিযোগকারীদের বলেছেন, তিনি বিষয়টি জেনেছেন। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে বিষয়টি সময় সাপেক্ষ বলেও তিনি এলাকাবাসীকে জানান।
এ ব্যাপারে এ প্রতিবেদক সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন আমি দেখবো বিষয়টি কোন অবস্থায় আছে।
এহ/05/11/24/ দেশ তথ্য

Discussion about this post