ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গত ১৪ ডিসেম্বর ২০২১ ইং তারিখ সময় রাত ১১.২০ ঘটিকা হইতে রাত ১২.৩০ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং সুচন্দন মন্ডল, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া এর নেতৃত্বে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন সায়েম ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ফ্রুট সিরাপ তৈরির নামে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ (নেহা) উৎপাদনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। সায়েম ফুড এন্ড বেভারেজ এর মালিক মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা- মাহফুজুর রহমান, সাং- বাড়াদী, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া কে ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার)টাকা জরিমানা ও ৬০৪০ (ছয় হাজার চল্লিশ) বোতল যৌন উত্তেজক সিরাপ (নেহা) ধ্বংস করা হয়। অভিযোগ নং-৫০০/২০২১, তারিখ ১৫-১২-২০২১ ইং, ধারাঃ ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪২ ও ৪৫ ধারা। উল্লেখ্য যে, এই ধরণের অভিযান অব্যাহত রাখতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Discussion about this post