মিরপুর প্রতিনিধি : সেতুর আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহায়তায় সোমবার(১১ নভেম্বর-২০২৪) কুষ্টিয়ার মিরপুর উপজেলা চত্ত্বরে দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেলায় প্রকল্পভূক্ত ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ টি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন ধরনের প্রকল্প উপস্থাপন করে। এছাড়া শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে দেয়ালিকা প্রকাশ এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের মেধার সাক্ষর রাখে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
সেতুর পরিচালক আর এম ফুয়াদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,উপজেলা প্রাথমিক চিক্ষা অফিসার সিরাজুম মনিরা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোছাঃ জুলেখা খাতুন, গবেষক মোঃ আব্দুস সালাম, অডিট এণ্ড মনিটরিং সম্ন্বয়কারী মোছাঃ নাজমুন্নাহার ও সমন্বয়ক আলাউল আলম প্রমুখ।
মেলায় সার্বিক পরিচালনায় পিএসই প্রকল্পের সমন্বয়কারী ও প্রকল্প কর্মকর্তাবৃন্দ ছাড়াও সেতুর রেইজ প্রকল্প ও প্রধান কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এহ/12/11/24/ দেশ তথ্য

Discussion about this post