হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবি আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির।
বুধবার (২৭ নভেম্বর) বিকাল চারটার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এতে হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমী, সহকারী মহাসচিব যথাক্রমে মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা জাফর আহমদ,
মাওলানা জাকারিয়া নোমান ফয়জী ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মাওলানা মাহমুদ হুসাইন, মাওলানা শফিউল আলমসহ দফতর সম্পাদক মাওলানা নিজাম সাইয়্যিদ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন,আওয়ামী মদদপুষ্ট ইসকনের উসকানিতে এই ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ আলিফ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকরা আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে জনসম্মুখে নির্মমভাবে হত্যা করেছে এবং আদালত ভবনের মসজিদে ভাংচুর চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, যারা আওয়ামী চক্রান্তের সাথে একীভূত হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয়, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে হবে সরকারকে। আমরা এ ঘটনায় শান্ত ও সংযত থেকেছি বটে, কিন্তু এদেশের মুসলমানদের ধৈর্য্যেরও সীমা রয়েছে- তা মাথায় রাখতে হবে।
এসময় হেফাজত নেতা মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা নজরুল ইসলাম ওমানী, মাওলানা রিজওয়ান আরমান, মাওলানা শাহজাহান মাওলানা আবুল হাশেম ও মাওলানা আনিসুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমী।

Discussion about this post