আন্তর্জাতিক প্রতিবেদক :লেবাননে মাতব্বরি দেখাতে গিয়ে বহু সৈন্য হতাহতের ঢেউয়ে নিজ দেশের নাগরিকদের জীবন বাঁচাতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় অবশেষে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে ইসরাইল। এতে সাময়িকভাবে বন্ধ হলো দীর্ঘ ১৪ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এতে করে ইসরাইলের চরম পরাজয় ও হিজবুল্লাহ জয়ের নিশান উড়িয়েছে।বুধবার (২৭ অক্টোবর) ইসরাইলের গনমাধ্যম এই ঘোষণা দেয়। বুধবার থেকেই কার্যকর হয় এই যুদ্ধবিরতি।
চুক্তি অনুযায়ী, ৬০ দিনের অন্তর্বর্তী সময়সীমার মধ্যে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে। সেখানে লেবাননের সরকারি বাহিনী পাঁচ হাজার সেনা মোতায়েন করবে। লিটানি নদীর দক্ষিণে তারা অবস্থান নেবেন। এর মধ্যে থাকছে ইসরাইল-লেবানন সীমান্তের ৩৩টি চৌকি।
হিজবুল্লাহর সদস্যরা দক্ষিণ লেবানন ছেড়ে যাবেন এবং সেখান থেকে তাদের সব সামরিক অবকাঠামো সরিয়ে ফেলা হবে।যুক্তরাষ্ট্র মূল চুক্তির পাশাপাশি আলাদা করে একটি চিঠি যুক্ত করেছে, যেখানে বলা হয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতির কোনো শর্ত ভঙ্গ করলে ইসরায়েলের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। সেদিনই এই হামলার পাল্টা জবাব দেয় ইসরাইল, যার মাধ্যমে গাজার যুদ্ধের সূত্রপাত ঘটে।হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেদিন থেকেই ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের এসব হামলার ফলে ৬০ হাজার ইসরাইলি বাস্তুচ্যুত হয়েছেন।
গত সেপ্টেম্বরে লেবাননে আকাশ ও স্থল হামলার তীব্রতা বাড়ায় ইসরাইল। ইসরাইলের হাতে হিজবুল্লাহর বেশিরভাগ শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন প্রায় তিন হাজার ৭০০ মানুষ।

Discussion about this post