কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা বিপ্লবী ছাত্রমৈত্রীর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসুচি পালন করা হয়।
ভাঙ্গনের বিপরীতে ঐক্যের পতাকাবাহী সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রী ১৯৮০ সালের ৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
সমাজ বদলের লড়াই সংগ্রামের সাথে একাত্মতা ঘোষনা এবং শিক্ষার অধিকার আদায়ের আন্দোলনে লড়াকু ভুমিকা পালনের ধারাবাহিকতায় পার হয়ে গেল ৪৪বছর। ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিপ্লবী ছাত্র মৈত্রী কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে শনিবার বিকাল ৩টায় এক বর্ণাঢ্য রেলি বের হয়।
হাসপাতাল মোড়স্থ জেলা কার্যালয় হতে রেলীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা কার্যালয়ে এসে র্যালীটি শেষ হয়। পরে বিপ্লবী ছাত্রমৈত্রী কুষ্টিয়া জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিপ্লবী ছাত্রমৈত্রী কুষ্টিয়া জেলা সংগঠক সেজুতি মৈত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সংগঠক আল আমিন হোসেন লিমন, নুর ইসলাম ও নাহিদ হাসান। অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা সদস্য লাল মোহাম্মদ জুয়েল, জগতি চিনিকল রক্ষা আন্দোলনের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক যথাক্রমে রোকনুজ্জামান ও সাজেদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মকলেচুর রহমান দুলাল ও প্রাক্তন মৈত্রী নেতা জাতীয় গণফ্রন্টের কুষ্টিয়া জেলা সমন্বয়ক কমরেড সত্য বিশ্বাস। সমগ্র কর্মসুচিটি সঞ্চালনা করেন ছাত্র নেতা নাঈম হাসান।

Discussion about this post