প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় স্কুল ড্রপ-আউট ঝুঁকিপূর্ণ কর্মজীবী শিশুদের স্কুলমুখী করতে শিশুশ্রমিক অতি-দরিদ্র পরিবারের আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি সাধুরঘাট সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে উক্ত ভ্যান বিতরণ করা হয়।
শ্রমজীবী শিশু পরিবারের পিতা-মাতা, অভিভাবকদের মাঝে ২৯টি উন্নত মানের ভ্যান বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ। স্বাগত বক্তব্য রাখেন শিশু নিরসন প্রকল্পের প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস।
বিষয়ভিত্তিক আলোচনা করেন দিনাজপুর এপি’র প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট মবিন উদ্দীন।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ।
বক্তারা বলেন, ঝড়ে পড়া শিশুদের স্কুলমুখী করতে তাদের অভিভাবকদের আয়-বৃদ্ধি মূলক কার্যক্রমের আওতায় বিনামূল্যে ভ্যান বিতরণ করা হচ্ছে।
তাদের জন্য ওয়ার্ল্ড ভিশন ৫টি শর্তে সহযোগিতা করছে। যেমন শিশুশ্রম থেকে বিরত থাকতে হবে, বাল্যবিবাহ করানো যাবে না, মাদকদ্রব্য নেশা সেবন করা যাবে না, মাদক ব্যবসার সাথে জড়িত হওয়া যাবে না এবং নিজেদের পরিবারের মধ্যে ঝগড়া-বিবাধ, কলোহ বা আলাদা থাকা যাবে না।

Discussion about this post