মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
সরকারী ভাবে সব শ্রেণীর জন্য বই না আসায় স্বল্প সংখ্যক শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের দুই শ্রেণীর বই তুলে দেওয়া হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারি) শিক্ষাবর্ষের প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এ বই তুলে দেওয়া হয়।
মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও দশম শ্রেণী এবং প্রাথমিক বিদ্যালয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীল শিক্ষার্থীর মাঝে বই দেওয়া হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের কোন বই আসেনি।
প্রতি বছর জানুয়ারির প্রথম দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হলেও এ বছর চিত্র ছিল ভিন্ন। বিদ্যালয়গুলোতে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠান হয়নি।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী রয়েছে প্রায় ৪৩ হাজার। বিপুল সংখ্যক শিক্ষার্থীর মধ্যে সপ্তম শ্রেণীর গণিত, বাংলা ও ইংরেজী এই তিন বিষয়ের বই এসেছে। দশম শ্যেণীর জন্য বাংলা, ইংরেজী ও গণিত বই এসেছে। ৬ষ্ঠ, অস্টম ও নবম শ্রেণীর একটি বইও আসেনি। অপর দিকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শ্রেণীর বই এখন পর্যন্ত আসেনি।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে প্রায় ৩৪ হাজার। এর মধ্যে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীর বই এসেছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীল একটি বইও আসেনি।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, সরকারী ভাবে যে বিষয়ের বই পাওয়া গেছে তা বিতরণ করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বই এখন পর্যন্ত আসেনি। পরবর্তীতে যখন বই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে তুলে বিতরণ করা হবে।

Discussion about this post