উজ্জ্বল মাহমুদ কুষ্টিয়া :কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে প্রফেসর আব্দুল মজিদ নির্বাচিত হয়েছেন।
তিনি উজানগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান এবং দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল সংবর্ধনা জানানো হয়। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দীন-এর নেতৃত্বে শিক্ষকবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠন ও এলাকাবাসী সংবর্ধনা প্রদান করেন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর আব্দুল মজিদকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি প্রফেসর আব্দুল মজিদ।
তিনি বলেন,”শিক্ষার প্রসার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালন করব। এই এলাকার শতভাগ শিক্ষিতকরণে কাজ করব এবং রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়কে ফলাফলের দিক থেকে দেশের মধ্যে সুনামের শিখরে নিয়ে যাব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উজানগ্রাম ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও গন্যমান্য প্রতিনিধিরা।
স্থানীয় বাসিন্দারা আশাবাদী যে, প্রফেসর আব্দুল মজিদের নেতৃত্বে রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শিক্ষার গুণগত মান আরো উন্নত হবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](https://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post